১৭ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৬, ১৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:২৬, ১৭ নভেম্বর ২০২৫

হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি খেলাফত মজলিসের

হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি খেলাফত মজলিসের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায়ের দ্রুত কার্যকরির দাবিতে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা চাষাঢ়ায় একটি গণমিছিল করেছে।

মিছিলে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত এমপি প্রার্থী ইলিয়াস আহমদ বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা বিগত ১৬ বছরে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে মানবতাবিরোধী জঘন্য অপরাধ সংঘটিত করেছে। হাজারো শহীদের রক্তের প্রতি ন্যায়ের স্বার্থে তাদের সর্বোচ্চ শাস্তি কার্যকর হওয়া উচিত।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘ সাক্ষ্য ও যুক্তিতর্কের পর অপরাধ প্রমাণের ভিত্তিতে মৃত্যুদ- দিয়েছেন। এই রায় জনগণের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতিফলন এবং ন্যায়বিচারের দৃষ্টান্ত হিসেবে থাকবে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও চাষাঢ়া শহীদ মিনার এলাকায় অবস্থান নেয় খেলাফত মজলিসের নেতাকর্মীরা। পরে শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়ে ডিআইটি চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, সেক্রেটারি ফজলে রাব্বি, জেলা সভাপতি আনাস আহমদ ও সেক্রেটারি কামরুল হাসান মিরাজ প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়