শেখ হাসিনার ফাঁসির রায়ে এনসিপির মিষ্টি বিতরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার পর নারায়ণগঞ্জে মিষ্টি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক (দক্ষিণাঞ্চল) শওকত আলী বলেন, “আমরা এই রায়কে স্বাগত জানাই। বিগত সময়ে বহু মানুষ সহিংসতায় প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন। আদালত আজ ন্যায়বিচার করেছে। ভবিষ্যতে যে-ই ক্ষমতায় আসুক, তারা যেন জনগণের বিপক্ষে অবস্থান নেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক থাকে, যাতে ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে।”
অন্যান্য বক্তারা বলেন, “এই রায় ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের ক্ষোভের আংশিক প্রতিফলন ঘটেছে। শহীদদের প্রতি প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু, জেলা সংগঠক সোনিয়া আক্তার (লুবনা), ফজলে রাব্বি, রাইসুল ইসলাম, ফারদিন শেখ, আবুল খায়ের প্রমুখ।





































