বিদ্যানিকেতন হাই স্কুলে বিজ্ঞান মেলা

নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বদিউজ্জামান বদু।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল এবং মনির হোসেন খান।
চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা মেলায় মোট ২৬টি প্রকল্প উপস্থাপন করে। শিক্ষার্থীদের তৈরি এসব প্রজেক্টের মধ্যে ছিল- সৌর বিদ্যুৎ উৎপাদন, আধুনিক নগর ব্যবস্থাপনা, গ্রামীণ কৃষি উন্নয়নে সেচ ব্যবস্থাপনা, গ্যাস, বিদ্যুৎ ও পানি অপচয় রোধে আধুনিক পরিকল্পনা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন।