১৭ মার্চ ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৫, ১১ মার্চ ২০২৫

তোলারাম কলেজে যৌন হয়রানি ও নিপীড়ন সেল গঠনের আহ্বান

তোলারাম কলেজে যৌন হয়রানি ও নিপীড়ন সেল গঠনের আহ্বান

নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গণে হাতে লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান তারা।

পদার্থ বিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থী মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, "গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি একের পর এক দেশে ধর্ষণের ঘটনা ঘটছে। মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, যে জীবনের অর্থই বোঝে না। এটি দীর্ঘদিন ধরে চলে আসছে, কারণ এই দেশে বিচারহীনতা বিদ্যমান। আমরা প্রশাসনকে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।"

তিনি আরও বলেন, "২০০৬ ও ২০০৯ সালের আইন অনুযায়ী দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ সেল গঠন করার কথা। কিন্তু আমরা দেখতে পাই, সরকারি তোলারাম কলেজে এখনো এমন কোনো সেল নেই। আমরা এই প্রতিবাদের মাধ্যমে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ সেল গঠনের আহ্বান জানাই।"

পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাওন মাহমুদ সাকিব বলেন, "ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে এবং এটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।"

প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন: পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আয়শা আক্তার লিজা, অধরা ইসলাম, সুমাইয়া সুলতানা মিতু, সায়মা মিম, মো. সাকিব আল হাসান, বাংলা বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন আকাশ, রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান অংকন। 

সর্বশেষ

জনপ্রিয়