মাসুদ নির্বাচন না করলে ধর্মঘট করার ঘোষণা রানার
নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান নির্বাচন না করলে অবস্থান ধর্মঘট করার ঘোষণা দিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা।
তিনি বলেন, “আমরা প্রায় পাঁচ লাখ লোক নারায়ণগঞ্জবাসী মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, মাসুদ সাহেবকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। উনার পিছ পা হওয়ার কোন উপায় নাই। উনি যদি নির্বাচন না করে, প্রয়োজনে আমরা সবাই ফ্যাক্টরির সামনে অবস্থান ধর্মঘট করবো। কোন কিছু চলতে পারবে না। তাকে নির্বাচন করতে হবে।”
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের খানপুর বরফকল এলাকায় এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা একটি স্বপ্ন দেখেছি, একটা ভালো মানুষের। আমরা ভালো মানুষ পেয়েছি। এই নির্বাচন তাকে করতেই হবে। কোন বিকল্প নাই। স্বেচ্ছাসেবক দল রোড-ঘাট কোন কিছু ছাড়বে না। তাকে নির্বাচন করতেই হবে।”





































