ভোটাররা যেন নিরাপদে কেন্দ্রে যেতে পারে: মামুন মাহমুদ
আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “সামনে আসন্ন নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় এবং ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারেন।”
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে জনগণের প্রতি আস্থা তৈরি করতে হবে। জনগণ আস্থা পেলে তারা ভোট কেন্দ্রে নিরাপদে যেতে পারবে।”
তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি শরিফ ওসমান হাদীর উপর ঘটে যাওয়া ন্যক্কারজনক হামলার মতো ঘটনা যে কোনো স্থানে হতে পারে। এ ধরনের কুচক্রী চক্রকে দমন করার দায়িত্ব প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর।
মামুন মাহমুদ বলেন, “জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অস্ত্র উদ্ধার, মাদক, ছিনতাই ও অবৈধ স্ট্যান্ডসহ নিরাপত্তা বিষয়ক সার্বিক বিষয় আলোচনা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”





































