মানুষের মধ্যে আস্থা ফেরাতে প্রশাসনের উদ্যোগের আহ্বান তরিকুলের
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম বলেছেন, সাধারণ মানুষের মধ্যে এখনো আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা ফিরে আসেনি। দ্রুত এই আস্থা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তা না হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব হবে না।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তরিকুল ইসলাম বলেন, “আমরা সভায় স্পষ্টভাবে বলেছি, পুলিশি টহল আরও বাড়াতে হবে। বিশেষ করে রাতে যেন মানুষ নিরাপদ ও নির্ভয়ে চলাফেরা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। মানুষ যদি নিরাপদে জীবনযাপন করতে না পারে, তাহলে নির্বাচন নিয়েও স্বস্তি আসবে না।”
তিনি আরও বলেন, “নির্বাচনের জন্য একটি আলাদা পরিবেশ প্রয়োজন। শুধু প্রার্থীরাই নয়, ভোটাররাও উদ্বিগ্ন—তারা আদৌ নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারবে কি না। ভোটারদের মধ্যেও নিরাপত্তা নিয়ে শঙ্কা কাজ করছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিশেষভাবে জানিয়েছি—অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং ও মাদক দমনের পাশাপাশি ভোরের দিকে চুরি, ছিনতাইসহ যেসব অপরাধ নারায়ণগঞ্জে বাড়ছে, সেগুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে। এসব অপরাধ দমনে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।”
তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ ফিরবে এবং সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে।





































