২৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৪৬, ২৭ জানুয়ারি ২০২৬

কোটিপতিরা মানুষের অধিকারকে পণ্যে পরিণত করেছে: সেলিম মাহমুদ

কোটিপতিরা মানুষের অধিকারকে পণ্যে পরিণত করেছে: সেলিম মাহমুদ

নারায়ণগঞ্জ-৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেন।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এস এম কাদির, বাসদ নেতা মোরশেদ রহমান পলাশ, সংগঠক কামাল পারভেজ মিঠু, ফতুল্লা নেতা জামাল হোসেন, আবুল বাসার, ছাত্র ফ্রন্ট নেতা আহাম্মেদ রবিন স্বপ্নসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভায় সেলিম মাহমুদ বলেন, “কোটিপতিরা সংসদকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। তারা ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করেছে, শিক্ষা ও চিকিৎসার অধিকারকে টাকার কাছে জিম্মি করেছে এবং মানুষের অধিকারকে পণ্যে পরিণত করেছে। গত ৫৪ বছরে তারা এমন একটি দেশ তৈরি করেছে, যেখানে টাকা না থাকলে মানুষের কোনো অধিকার নেই।”

তিনি আরও বলেন, “প্রতিটি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণকে প্রতারিত করা হয়। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যার সঙ্গে দেশের সাধারণ মানুষ জড়িয়ে গেছে। তাই নির্বাচনী প্রক্রিয়া যেন অবাধ ও সুষ্ঠু হয়, তা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের।”

এসময় তিনি অভিযোগ করে বলেন, ইতোমধ্যে অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, কিন্তু প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে, যা প্রত্যাশিত নয়।

সর্বশেষ

জনপ্রিয়