ক্ষমতার নয়, সেবার রাজনীতি করতে চাই: মুফতি মাসুম বিল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বন্দর থানার ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, “এমন একটি রাষ্ট্রব্যবস্থা দরকার যেখানে শাসক হবে জনগণের খাদেম এবং রাষ্ট্র পরিচালিত হবে ন্যায় ও জবাবদিহিতার ভিত্তিতে।”
তিনি আরও বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। আল্লাহভীরু ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে জনগণ প্রকৃত শান্তি ও টেকসই উন্নয়ন উপভোগ করতে পারবে।”
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে এলাকাবাসী প্রার্থীর বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতি তাদের সমর্থনের কথা জানান।





































