গরিব-মেহনতি মানুষের পক্ষে কথা বলার জন্য সংসদে যেতে চাই: ইকবাল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী শ্রমিক নেতা ইকবাল হোসেন ‘কাস্তে’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
পাড়া-মহল্লা, দোকানপাট, রাস্তা-ঘাট ও শিল্পকারখানার গেটে গেটে গিয়ে তিনি দিনমজুর, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, নারী, ছাত্র, তরুণ ও যুবকদের সঙ্গে কথা বলেন।
গণসংযোগকালে তিনি শ্রমিকের ন্যায্য মজুরির অভাব, লাগামহীন দ্রব্যমূল্য, কর্মসংস্থানের সংকট এবং ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের অনিশ্চয়তা ও আকাঙ্ক্ষার কথা মনোযোগ দিয়ে শোনেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লার কায়েমপুর এলাকায় তিনি গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন।
এ সময় কাস্তে প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন বলেন, “এই দেশ চলে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের শ্রম ও ঘামে, কিন্তু গরিব মেহনতি মানুষের পক্ষে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের জায়গায় প্রকৃত প্রতিনিধি নেই। আমি গরিব ও মেহনতি মানুষের পক্ষে কথা বলার জন্য জাতীয় সংসদে যেতে চাই।”





































