এটিএম কামালের মায়ের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মায়ের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) মিশনপাড়া এলাকায় এটিএম কামালের বাসভবনে আয়োজন করা হয়। এসময় তিনি সকলের কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, সিনিয়র আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন, গণসংহতি আন্দোলনের প্রার্থী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন, জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু, শিক্ষাবিদ কাশেম জামাল, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, বিশিষ্ট আইনজীবী এবি সিদ্দিক, শহীদুর রহমান বাঙালী, ইকবাল আহম্মেদ শ্যামল, মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান ভুইয়া, মাষ্টার মো. ইসমাইল, মো. আকরাম সিকদার ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু প্রমুখ।
এর আগে ৫ জানুয়ারি বিকেলে এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরী মিশনপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রথম জানাজা ৫ জানুয়ারি মিশনপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৬ জানুয়ারি সোনারগাঁয়ের বারদী মসলন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।





































