১০ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৩, ৯ জানুয়ারি ২০২৬

ধানের শীষই এখন খেজুর গাছ আর খেজুর গাছই ধানের শীষ: রিয়াদ

ধানের শীষই এখন খেজুর গাছ আর খেজুর গাছই ধানের শীষ: রিয়াদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া-মিলাদ শেষ করে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার বিকেলে ফতুল্লা মডেল থানার নন্দলালপুর পিয়ারা বাগান এলাকায় যুবদলের উদ্যোগে এই দোয়া-মিলাদ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের জন্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপোষ করেননি। নিজের ও পরিবারের স্বার্থে তিনি বিদেশে চিকিৎসা নিতে পারতেন, কিন্তু দেশের মানুষের জন্য লড়াই করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় মরহুমা খালেদা জিয়া শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন। যারা জিয়া পরিবারকে ভালোবাসেন ও তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন, তারা বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কখনোই অবস্থান নেবেন না। মনির হোসাইন কাশেমী ২০১৮ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়ন পেয়ে ‘ধানের শীষ’ প্রতিক নিয়ে নির্বাচন করেছিলেন। এবারও তিনি বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়ন পেয়েছেন। শুধু আইনি জটিলতার কারণে এবার ‘খেজুর গাছ’ প্রতিক নিয়ে নির্বাচন করছেন। আপনারা বুঝতে হবে, ধানের শীষই এখন খেজুর গাছ আর খেজুর গাছই ধানের শীষ। আগামী ১২ ফেব্রুয়ারিতে মনির হোসেন কাশেমীকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, যিনি বলেন, “১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মুফতি মনির হোসেন কাশেমীকে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনয়ন দিয়েছেন। জনভোটে তাকে নির্বাচিত করলে তারেক জিয়া জিতবে এবং মরহুমা খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, যিনি বলেন, “দীর্ঘদিন পর দেশের মানুষ ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন। কিছু চক্র মনির হোসেন কাশেমীর বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। মাওলানা মনির হোসেন কাশেমী বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত একমাত্র প্রার্থী। আমাদের ভোট দিয়ে তাকে সমর্থন করতে হবে। যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমরা রাজনৈতিক শিষ্টাচার মেনে প্রতিক্রিয়া জানাচ্ছি।”

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন যুবদল নেতা বাবু হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জাকির হোসেন রবিন, কৃষক দল আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দল আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, ফতুল্লা থানা তাতী দল সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা থানা কৃষক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন, যুবদল নেতা আবিদ, যুবদল নেতা অনি।

সর্বশেষ

জনপ্রিয়