‘ত্বকী হত্যার বিচার না হওয়া ইতিহাসে জঘন্যতম মাইলফলক’
নারায়ণগঞ্জের আলোচিত কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছরেও অভিযোগপত্র জমা না পড়ায় ক্ষুব্দ সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব, কবি ও সাংবাদিক হালিম আজাদ এ ঘটনাকে ‘ইতিহাসে জঘন্যতম মাইলফলক’ বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৪ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
হালিম আজাদ বলেন, “একটি হত্যাকাণ্ডের বিচারের চার্জশিট দিতে একশতবার সময় নেওয়া হয়। এটা দেশ ও আদালতের ইতিহাসে অত্যন্ত জঘন্যতম মাইলফলক হিসাবে ব্যবহৃত হবে। আমরা আশা করছি যে, শামীম ওসমান ও আজমেরী ওসমানের পক্ষ থেকে খুনিরা হয়তো এই মামলাকে পিছিয়ে দেওয়ার জন্য কাজ করছে।”
তিনি আরও বলেন, “গতকাল ত্বকী হত্যার চার্জশিটের শততম তারিখ পেরিয়েছে, এতে করে মনে হচ্ছে- ত্বকী হত্যার মামলাকে ধামাচাপা দেওয়ার জন্যে কোনো গোষ্ঠী বা খুনিদের পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে। ত্বকী হত্যার খুনি শামীম ওসমান, তার ভাতিজা আজিমেরী ওসমানসহ ওই পরিবারের পক্ষ থেকে মামলাকে ধামাচাপা দেওয়ার জন্যে আদালতে যারা চার্জশিট দিবে তাদের ওপর কোনো প্রভাব বিস্তার করছে কিনা এ বিষয়েও সাংবাদিক ভাইয়েরা অনুসন্ধান করলে হয়তো বের হয়ে আসবে।”
এই মামলার বিচারকাজ বাধাগ্রস্ত করতে কেউ কাজ করছে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করে হালিম আজাদ আরও বলেন, “আমাদের সন্তানকে হত্যা করা ওই ওসমান পরিবার সম্পর্কে বলা হচ্ছে- তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। পালিয়ে যদি থাকে, তাহলে মামলার উপর কীভাবে প্রভাব বিস্তার করে?”
এ রহস্য খুঁজে বের করার আহ্বানও জানান তিনি।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিনা তাজরিনের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সমমনার উপদেষ্টা দুলাল সাহা, সিপিবির জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, ভবানী শংকর রায়, সুজন’র জেলা আহ্বায়ক ধীমান সাহা জুয়েল, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, বাসদ’র জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক মহিলা সমাজের জেলা সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, আবৃতিশিল্পী ফাহমিদা আজাদ ও শিল্পী অমল আকাশ প্রমুখ।





































