০৯ জানুয়ারি ২০২৬

প্রকাশিত: ১৯:৪১, ৮ জানুয়ারি ২০২৬

ব্যবসায়ীদের জন্য আমরা কাজ করে যাচ্ছি: বদু

ব্যবসায়ীদের জন্য আমরা কাজ করে যাচ্ছি: বদু

হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেছেন, ব্যবসায়ীদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সারা দেশে ব্যবসায়ীদের পক্ষে আমরাই প্রথম চাঁদাবাজদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছিলাম। প্রশাসন এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে বেশ কিছু চাঁদাবাজ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বৈশ্বিক মূল্য বৃদ্ধি, আমদানী নির্ভরতার কারণে পণ্য উৎপাদন খরচ বেড়ে চলেছে। ভ্যাট প্রক্রিয়া জটিলতা ও হয়রানি ব্যবসায়ীদের জন্য বড় বাধা হয়ে দাড়িয়েছে।

সভার শুরুতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং হোসিয়ারী সমিতির মৃত সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি আবদুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি সাঈদ আহমেদ স্বপন, পরিচালক মো. আবদুল হাই, পরিচালক মো. মিজানুর রহমান, পরিচালক মো. পারভেজ মল্লিক, পরিচালক মো. শাহীন হোসেন, পরিচালক মো. আতাউর রহমান, পরিচালক মো. মনির হোসেন, পরিচালক মো. দুলাল মল্লিক, পরিচালক ফতেহ মোহাম্মদ রেজা, পরিচালক মো. মাসুদুর রহমান, পরিচালক বাবু বৈদ্যনাথ পোদ্দার, পরিচালক সাইফুল ইসলাম হিরু, পরিচালক মো. নাছির শেখ প্রমুখ।


 

সর্বশেষ

জনপ্রিয়