১০ জানুয়ারি ২০২৬

প্রকাশিত: ২০:২৬, ৯ জানুয়ারি ২০২৬

বন্দরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বন্দরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বন্দরে তাওহিদ (২৬) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারী) বিকেল ৫টায় বন্দর থানার আমিরাবাদস্থ কাঁশবন  থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।

তাওহিদ বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার মামুন মিয়ার ছেলে।  ময়না তদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসী মৃতদেহ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশে খবর দেয়। পরে থানার উপ পরিদর্শক আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে র্মগে প্রেরণ করে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।  সে সাথে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।
 

সর্বশেষ

জনপ্রিয়