হাদি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও চিত্র প্রদর্শনী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও স্মৃতিচারণমূলক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে মেহেদী হাসান শিমুল বলেন, “হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে আমরা আজ এখানে দাঁড়িয়েছি। আমরা লক্ষ্য করছি, কিছু কুচক্রী মহল এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যক্তির মাধ্যমে এই হত্যাকা- ধামাচাপা দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে।”
তিনি অবিলম্বে ইনসাফের ভিত্তিতে হাদি হত্যার পূর্ণাঙ্গ বিচার কার্যকর করার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী সাবিহা আক্তার সুখী বলেন, “হাদি ভাই দীর্ঘদিন ধরে ভারতের আধিপত্য ও নানা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি সাহসের সঙ্গে কথা বলেছেন। আর সেই কারণেই তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “হাদি ভাই যে ন্যায়ের সংগ্রাম শুরু করেছিলেন, আমরা তা অব্যাহত রাখবো এবং তার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।”
আরেক শিক্ষার্থী মো. মিরাজ বলেন, “হাদি হত্যাকা-ের সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। যতদিন পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে, ততদিন দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। এ দেশের সর্বস্তরের মানুষ আজ এই হত্যার বিচার চায়।”
মানববন্ধনে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন গৃহিণী সাজেদা আক্তার কল্পনা, শিক্ষার্থী রায়হান শরিফ, মেহেদী হাসান মুন্না, ঈশিতা হাওলাদার, নিরব হাওলাদার, মেহেদী হাসান জিতু, মুশফিকুর রহমান মুশফিক, মো. কাউসারসহ অন্যান্যরা।





































