খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ আসর সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি রবিন সরকার পায়েলের উদ্যোগে চাষাঢ়া আল জয়নাল ফেব্রিক্স মার্কেটের সামনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ ফতেহ রেজা রিপন, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, সোলেইমান, মনির হোসেন, শফিউদ্দিন সোহেল; মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী; মহানগর যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক, দর্পণ প্রধান; মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, আরাফাত চৌধুরী ও যুগ্ম সম্পাদক হোসেন লিয়ন।
আরও উপস্থিত ছিলেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুর আফসার শাওন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আকাশ আহমেদ বাসির, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, ১৩, ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ, দিপু ও মিদুল, বন্দর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক আকাশ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি হীরা ও সাধারণ সম্পাদক রনি, বন্দর থানা ছাত্রদলের সভাপতি আল আমিন, সিনিয়র সহ-সভাপতি সাইফুলসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।





































