০৮ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৫, ৬ জানুয়ারি ২০২৬

এটিএম কামালের মায়ের দাফন সম্পন্ন

এটিএম কামালের মায়ের দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা, মুক্তিযুদ্ধের সংগঠক ও বর্ষীয়ান নারী নেত্রী শাহানা খানম চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সোনারগাঁয়ের বারদী মসলন্দপুর গ্রামে বাদ জোহর দারুল উলুম ও এতিমখানা মাদ্রাসায় দ্বিতীয় জানাজা শেষে তাকে এলাকার কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এটিএম কামালের ফুপা বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, বারদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, আজগর আলী, করিম মেম্বার, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মৃধা, বিএনপি নেতা সেলিম হোসেন দিপু, অধ্যাপক মনিরুজ্জামান ভূইয়া লিটন, শিক্ষক ইসমাইল মিয়া, বিএনপি নেতা শাহরিয়ার চৌধুরী ইমন, অধ্যাপক কবির মৃধাসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

শাহানা খানম চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জাগো দলে রাজনীতিতে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, সোনারগাঁ থানা মহিলা দলের সভাপতি, বাংলাদেশ মহিলা সংঘের সভাপতি, লায়োনেস ক্লাব নারায়ণগঞ্জ সিটির সভাপতি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান, কারা পরিদর্শক, মহিলা ক্রীড়া সংস্থা, বারদী ইউনিয়ন পরিষদ মেম্বার এবং মিশনপাড়া পঞ্চায়েতের সাথে যুক্ত ছিলেন।

শিক্ষাক্ষেত্রে তার অবদানও উল্লেখযোগ্য। তিনি বারদী রিবর গার্লস স্কুলে শিক্ষকতা শুরু করেন এবং দীর্ঘ ২০ বছর পরিশ্রমী জীবন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, শাহানা খানম চৌধুরী সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সোনারগাঁস্থ মিশনপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সেদিন বাদ এশা তার প্রথম জানাজা মিশনপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়