খোদাভীরু লোকের শাসন ছাড়া কল্যাণরাষ্ট্র সম্ভব নয়: গোলাম মসীহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহ বলেছেন, স্বাধীনতার পর থেকে এ দেশে বহু দল ও শাসকের শাসন আমরা দেখেছি, কিন্তু কেউই দেশের মানুষের প্রকৃত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। দুর্নীতি, লুটপাট ও শোষণের রাজনীতির কারণে দেশ বারবার সংকটে পড়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “খোদাভীরু লোকের শাসন ছাড়া কল্যাণরাষ্ট্র সম্ভব নয়।”
মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মসীহ বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখা গেছে। লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ফ্যাসিবাদের নামে শোষণ ও নিপীড়ন চালানো হয়েছে, কিন্তু ন্যায়ভিত্তিক ও আদর্শবান শাসন জনগণ কখনো পায়নি। দেশের এই সংকট থেকে মুক্তি পেতে হলে আল্লাহভীরু, নীতিবান ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই।
বক্তব্যের শেষাংশে গোলাম মসীহ বলেন, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হাতপাখা প্রতীককে বিজয়ী করলে দেশবাসী খোদাভীরু শাসক পাবে এবং বাংলাদেশ একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হবে, ইনশাআল্লাহ।
সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহাম্মদ সোহেল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, নগর প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি মুহা. বিল্লাল হোসেন তালুকদার, উত্তরের সেক্রেটারি আ. মজিদ, জাতীয় শিক্ষক ফোরাম সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি হাফেজ ইয়াসিন আরাফাতসহ স্থানীয় ও নগর পর্যায়ের নেতৃবৃন্দ।





































