পল্লী চিকিৎসক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন
আনন্দঘন পরিবেশে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর চানমারি এলাকার শাহজালাল ক্লিনিকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. মশিউর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সদস্য, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা ডা. মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লী চিকিৎসকরা দেশের স্বাস্থ্যসেবার একটি অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পল্লী চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সমাজের অসহায় মানুষের সেবায় কাজ করার আহ্বান জানান।
এসময় অতিথিরা পল্লী চিকিৎসকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনটির মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক মো. শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক মুহাম্মদ মুক্তির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, নারায়ণগঞ্জ জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল মাহমুদ, সরকারি অধ্যাপক (৩০০ শয্যা হাসপাতাল) ডা. আমিরুল মুলক, অর্থোপেডিক সার্জন ডা. সালেহ হক, এনেস্থেশিয়া সার্জন ডা. বয়েজ উদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মাঈনউদ্দিন রিগার, এমডি মেডিকেল হাসপাতালের ডা. মো. খালেদ হায়দার।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. রাফিউল হাকিম মহিউদ্দিন, সিটি লাইফ হাসপাতালের চেয়ারম্যান মো. কবির হোসেন, মুন ডায়াগনস্টিক সেন্টারের এমডি মো. রাকিব হোসেন, মা শিশু হাসপাতালের চেয়ারম্যান আলমগীর হোসেন, মেডিহোপ হাসপাতালের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সেলিনা মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান মো. আলীনূর শরীফ শামীম, মেডিনোভা সার্ভিসেসের জিএম মো. হেমায়েত হোসেন হিমেল, মেরিস্টা হাসপাতালের চেয়ারম্যান মোসা. মরিয়ম আক্তার এবং আল-মক্কা হাসপাতালের এমডি মোসা. রাবেয়া আক্তার মিতুসহ চিকিৎসক, পল্লী চিকিৎসক ও সুধীজনরা।





































