০৮ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:০৯, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:১৯, ৬ জানুয়ারি ২০২৬

ত্বকী হত্যার ১৫৪ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন বৃহস্পতিবার

ত্বকী হত্যার ১৫৪ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের আলোচিত কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ড ও বিচারহীনতার ১৫৪ মাস উপলক্ষে ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রচার ও দপ্তর সম্পাদক উজ্জ্বল উচ্ছাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৪ মাস। শেখ হাসিনার শাসনামলে সাড়ে এগার বছর এ বিচারটি বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার প্রায় দেড় বছর অতিবাহিত করলেও এখনো আদালতে হত্যার অভিযোগপত্র দিয়ে বিচারটি শুরু করেনি। অন্তর্বর্তী সরকার বিভিন্ন সময় তদন্তে অগ্রগতির কথা জানালেও কার্যত এর দৃশ্যমান কোন অগ্রগতি নেই। ত্বকী হত্যা দেশে বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার নগ্ন উদাহরণ।

সর্বশেষ

জনপ্রিয়