০৮ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৯, ৬ জানুয়ারি ২০২৬

বিএনপির বিদ্রোহী হতে চাননি, তাই রিপাবলিকানে মোহাম্মদ আলী

বিএনপির বিদ্রোহী হতে চাননি, তাই রিপাবলিকানে মোহাম্মদ আলী

বিএনপির বিদ্রোহী প্রার্থী হতে চাননি বলেই বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দলটির নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আলী বলেন, “আমার নেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালে আমাকে এমপি বানিয়েছিলেন। এবারও আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল আমাকে মনোনয়ন দেয়নি—সেক্ষেত্রে আমার কোনো ক্ষোভ নেই। আমি বিএনপির মনোনয়নের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিদ্রোহী হতে পারবো না।”

তিনি জানান, গত ২৭ ডিসেম্বর তিনি বাংলাদেশ রিপাবলিকান পার্টির সদস্য পদ গ্রহণ করেন এবং পরদিন ২৮ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কমিটি তাকে নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়। তিনি বলেন, “খুব শিগগিরই কাউন্সিল হবে। কাউন্সিল নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যানের দায়িত্ব নেব।”

নারায়ণগঞ্জকে উন্নয়নের মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান হিসেবে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করব। জেলার প্রথম নিবন্ধিত দলের প্রথম এমপি হিসেবে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি কাজ করার চেষ্টা করব। রাষ্ট্র, উন্নয়ন ও ক্ষমতা জনগণের। সবার উপরে দেশ।”

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা আমাকে চেনেন। এই সাতটি ইউনিয়নে আমার দীর্ঘদিনের বিচরণ রয়েছে। এমন কোনো এলাকা নেই যেখানে আমি কাজ করিনি। মানুষ আমাকে ভালোবাসে একজন মুক্তিযোদ্ধা হিসেবে।”

নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত থাকবেন জানিয়ে তিনি বলেন, “জয়-পরাজয় ভোটারদের ওপর নির্ভর করে। আপনারা সমর্থন দিলে আমি বিজয়ী হব। নির্বাচনী পরিবেশ ভালো থাকবে এবং সবাই ভোট দিতে পারবেন। নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে ফতুল্লার জলবদ্ধতা নিরসন। পাশাপাশি সাতটি ইউনিয়নে সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করব।”

তিনি আরও বলেন, “আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হেভিওয়েট হতে পারে। তারা তাদের মতো কাজ করবে। আমি একজন সাধারণ কর্মী, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী। আমার শক্তি কতটুকু তা ভোটেই প্রমাণ হবে। দোয়া করবেন, যেন আমি জয়ী হতে পারি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির আবু হানিফ হৃদয়, যুগ্ম সম্পাদক আবুল কালাম পলাশ, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেনসহ দলের অন্যান্য নেতারা।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে বাংলাদেশ রিপাবলিকান পার্টি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায়। এটি নারায়ণগঞ্জ থেকে নিবন্ধন পাওয়া প্রথম রাজনৈতিক দল। দলটির তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ৭৭টি মনোনয়নপত্র বিক্রি করেছে। এর মধ্যে ৪টি আসনে দলটি চূড়ান্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছে, যার একটি গুরুত্বপূর্ণ আসন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা)।

সর্বশেষ

জনপ্রিয়