০৮ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৬, ৬ জানুয়ারি ২০২৬

চারারগোপ ফল ব্যবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

চারারগোপ ফল ব্যবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ যোহর নারায়ণগঞ্জের কালিরবাজার এলাকায় চারারগোপ ফল ব্যবসায়ী ও আড়ৎদার মালিক সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে স্থানীয় একটি মাদ্রাসার শিশুদের দিয়ে পবিত্র কোরআন খতম করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে প্রায় তিন হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম। বক্তব্যে তিনি এ আয়োজনের জন্য ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

চারারগোপ ফল ব্যবসায়ী ও আড়ৎদার মালিক সমিতির সভাপতি, আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি ও বিএনপি নেতা নুরুল ইসলাম সরদার বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারা দেশ শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনায় আজ আমরা মিলাদ ও দোয়ার আয়োজন করেছি। সবাইকে নেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানাই।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, খায়ের নিটিংয়ের চেয়ারম্যান, আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা হানিফ সরদার বলেন, মহান আল্লাহ যেন এই কোরআন খতম ও দোয়া কবুল করেন এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার এবং চারারগোপ ফল ব্যবসায়ী সাহিল সরদার, তানভীর সরদার, ইয়াসিন সরদার, কাইফ সরদার, মো.মানিক সরদার, ভিকি সরদার, মো. আমিন, মো. তানজিল, দুলাল সরদার, হাজী রশীদ, হাজী কামাল শেখ, হাজী আবদুল হান্নান, ফারুক হোসেন সরদার, শাহাবুদ্দিন প্রধান, দেলোয়ার হোসেন, খোকন ফরাজি, তোফাজ্জল হোসেন, আমিনুল হক প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়