০৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩২, ৫ জানুয়ারি ২০২৬

শুধু বেঁচে থাকার নামই জীবন নয়, জীবনের একটি লক্ষ্য থাকতে হবে: ডিসি

শুধু বেঁচে থাকার নামই জীবন নয়, জীবনের একটি লক্ষ্য থাকতে হবে: ডিসি

নারায়ণগঞ্জ সদর উপজেলার আয়োজনে মুসলিম নগর বাইতুল আমান সরকারি শিশু পরিবারে বসবাসরত শিশু ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, “শুধু বেঁচে থাকার নামই জীবন নয়, জীবনের একটি লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।”

সোমবার (৫ জানুয়ারি) প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী, কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং শিশুদের জন্য নির্মিত মিনি পার্ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির আরও বলেন, “জীবনে নানা সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার মধ্য দিয়েই সমাধান খুঁজে নিতে হবে। পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে।” কোনো সমস্যা হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, প্রকল্প পরিচালক পবিত্র চন্দ্র মণ্ডল, ইউপি সদস্য আব্দুল জলিল ও প্রতিষ্ঠানটির উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক শিশুদের আবাসন ও ডাইনিং পরিদর্শন করেন এবং পরে শিশুদের বিনোদনের জন্য নির্মিত মিনি পার্ক উদ্বোধন করেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়