০৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৮, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:০৯, ৫ জানুয়ারি ২০২৬

মঙ্গলবার শিল্পী সমীরণ চৌধুরীর স্মরণ সভা

মঙ্গলবার শিল্পী সমীরণ চৌধুরীর স্মরণ সভা

প্রখ্যাত চিত্রশিল্পী ও নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সমীরণ চৌধুরীর স্মরণে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে তাঁর সহকর্মী, শিক্ষার্থী, শিল্পী ও শিল্পপ্রেমীরা অংশগ্রহণ করে প্রয়াত এই গুণী শিল্পীর শিল্পকর্ম, শিক্ষা ও সাংস্কৃতিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।

সমীরণ চৌধুরী গত ৩ জানুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতালে শ্বাসকষ্টজনিত জটিলতায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

শিল্পী সমীরণ চৌধুরী ১৯৬২ সালের ২০ নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী ইউনিয়নের উলুকান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৮৫ সালে বিএফএ এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনেই জলরঙ ও প্রতিকৃতি শিল্পে অসামান্য দক্ষতার জন্য তিনি একাধিক শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন।

দীর্ঘ শিল্পীজীবনে তিনি দেশ-বিদেশে প্রায় ২২ হাজারের বেশি চিত্রকর্ম সৃষ্টি করেন। তাঁর একক ও যৌথ প্রদর্শনীর শিল্পকর্ম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে।

সমীরণ চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৪ সালে নারায়ণগঞ্জে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, যা এ অঞ্চলে শিল্পচর্চা ও শিল্পশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সর্বশেষ

জনপ্রিয়