১৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৩৭, ১৬ ডিসেম্বর ২০২৫

রোমান-সাইফুল স্মৃতি সংসদের উদ্যোগে

শিশু-কিশোরদের ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

শিশু-কিশোরদের ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

মহান বিজয় দিবস উপলক্ষে রোমান-সাইফুল স্মৃতি সমাজকল্যাণ সংসদের উদ্যোগে শিশু ও কিশোরদের জন্য আয়োজিত খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন বয়সভিত্তিক শিশু-কিশোররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যে ছিল মোরগ লড়াই, আপ-ডাউন খেলা, হাড়ি ভাঙা, যেমন খুশি তেমন সাজো, বল নিক্ষেপসহ নানা ধরনের ক্রীড়া ইভেন্ট। প্রতিটি খেলায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষ উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিশুদের জন্য এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়