০৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪১, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৪৩, ৮ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় ঘুরতে নিয়ে গিয়ে ২ নারীর সহায়তায় তরুণীকে ধর্ষণের অভিযোগ

ফতুল্লায় ঘুরতে নিয়ে গিয়ে ২ নারীর সহায়তায় তরুণীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিত তরুণী সোমবার ফতুল্লা মডেল থানায় এক পুরুষ ও দুই নারীসহ মোট তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন— হাসান শরীফ (৪০), রুহানী চৌধুরী কথা ওরফে কথা আক্তার (২৫), ও বিন্দু (৩০)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী তরুণী তল্লা প্রাইমারি স্কুলের সামনে “রোজা বিউটি পার্লার”–এ প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেখানে কয়েক মাস আগে রুহানী চৌধুরী কথার সঙ্গে পরিচয় হয় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ চলতে থাকে।

পরিচয়ের সূত্র ধরে চলতি মাসের ৪ তারিখ রাতে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন রুহানী চৌধুরী কথা। ভুক্তভোগী রাজি হলে রাত ১০টার দিকে ভুইগড় বাসস্ট্যান্ড থেকে পূর্ব–পরিকল্পনা অনুযায়ী তারা প্রাইভেট কারে মাওয়া যায়। রাতভর বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বুধবার ভোর ৬টার দিকে তারা ফতুল্লার শান্তিধারা এলাকায় আসামি হাসান শরীফের ভাড়া বাসায় আসে।

এ সময় রুহানী চৌধুরী কথা ও বিন্দু তরুণীকে জোরপূর্বক হাসান শরীফের বেডরুমে আটকে রেখে অন্য কক্ষে চলে যায়। পরে হাসান শরীফ ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নন্দন চন্দ্র সরকার বলেন, “ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ফতুল্লা মডেল থানায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।”

সর্বশেষ

জনপ্রিয়