০৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১৮, ৮ ডিসেম্বর ২০২৫

খেজুর রসের বাগান: রস বাগিচা সিজন-২ এর যাত্রা শুরু

খেজুর রসের বাগান: রস বাগিচা সিজন-২ এর যাত্রা শুরু

শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে। আর সেই সঙ্গে নারায়ণগঞ্জে আবারও শুরু হচ্ছে “খেজুর রসের বাগান – রস বাগিচা সিজন–২”। ইট–পাথরের ব্যস্ত শহরের মাঝেই গ্রামীণ পরিবেশ ও শীতের হারানো ঐতিহ্যের স্বাদ পৌঁছে দিতে আয়োজকদের এবারের স্লোগান— “ইট–পাথরের শহরে আমরাই আনবো গ্রামীণ পরিবেশ ও এক গ্লাস টাটকা এবং নিরাপদ খেজুরের রস।”

প্রধান এডমিন আব্দুর রহিম বলেন, “খেজুর রস শুধু একটি পানীয় নয়—এটি আমাদের শীতকালীন ঐতিহ্যের অংশ। শহরের মানুষ যেন খাঁটি ও বিশুদ্ধ রস উপভোগ করতে পারে, সেজন্য আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছি।”

এডমিন শান্ত জানান, “গত সিজনের সাড়া আমাদের আরও উৎসাহিত করেছে। এইবার আরও উন্নত প্রস্তুতি ও সুব্যবস্থাপনা নিয়ে সিজন–২ শুরু করছি।”

এডমিন মাসুদ নুর বলেন, “রস সংগ্রহ থেকে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপ তদারক করা হচ্ছে। নিরাপদ, টাটকা ও স্বাস্থ্যসম্মত রস নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

এডমিন জুনায়েদ লাজিম জানান, “শীত মানেই খেজুর রস। সেই স্বাদের আনন্দ শহরে পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। সিজন–২ এ সবার জন্য আরও ভালো আয়োজন থাকছে।”

রস বাগিচার গাছি সেলিম বলেন, “কলস বসানো থেকে রস নামানো—প্রতিটি কাজে আমরা সর্বোচ্চ যত্ন নিচ্ছি। ভোরের সেই টাটকা রসই আপনাদের কাছে পৌঁছে দেব।”

সর্বশেষ

জনপ্রিয়