আড়াইহাজারে ৬৮ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান চালক আটক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তল্লাশি চালিয়ে ৬৮ কেজি গাঁজাসহ শ্রী সাগর চন্দ্র দাস (২৮) নামের এক কাভার্ডভ্যান চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট এলাকার বিআরটিসি বাস কাউন্টারের সামনে র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে সকাল ৯টার দিকে ওই এলাকায় নজরদারি শুরু করা হয়। একপর্যায়ে সন্দেহভাজন একটি হলুদ রঙের পণ্যবাহী কাভার্ডভ্যান থামানো হলে চালক গাড়িতে থাকা মালামালের বিষয়ে সন্তোষজনক তথ্য দিতে ব্যর্থ হন। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে তিনটি লাল ও একটি সাদা প্লাস্টিকের বস্তায় ভর্তি মোট ৬৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও একটি স্মার্টফোনও জব্দ করে র্যাব।
র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগ্রহ করা গাঁজার এই চালানটি ঢাকা, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।
গ্রেপ্তার অভিযুক্ত শ্রী সাগর চন্দ্র দাসকে আইনি প্রক্রিয়ায় আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।





































