সহিংসতা রোধে দলিত নারীদের নিয়ে সভা-আলোকচিত্র প্রদর্শনী
নারায়ণগঞ্জ নগরীর হরিজন কলোনীতে নারীর প্রতি সহিংসতা রোধে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল উপলক্ষে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নিতাইগঞ্জ ঋষিপাড়া এলাকায় এ আয়োজন করা হয়।
দলিত সম্প্রদায়ের নারী ও শিশু কন্যাদের অংশগ্রহণ ছাড়াও এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা, ডে-কেয়ার অফিসার ছাবিকুন নাহার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফারহানা মানিক মুনা, হরিজন কলোনীর পঞ্চায়েত কমিটির প্রধান সুকুমার দাস, প্রথম আলো পত্রিকার সংবাদদাতা গোলাম রাব্বানী শিমুল, প্রথম আলোর সাবেক আলোকচিত্রী দিনার মাহমুদ, দ্য ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা সৌরভ হোসেন সিয়াম, সাংবাদিক ও আলোকচিত্রী আফরিন আহমেদ হিয়া প্রমুখ।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজনে প্রবন্ধ পাঠ করেন দলিত নারী সংস্থার প্রধান সনু রানী দাস এবং সভাপতিত্ব করেন সহসভাপতি শিখা রানী দাস।
বক্তারা এ সময় সারাদেশে নারী ও শিশু কন্যার প্রতি সহিংসতা রোধের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীদের অধিকার আদায়ের ক্ষেত্রে তাদের নিজেদেরই সোচ্চার হতে হবে। যেকোনো বিষয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।
ডিজিটাল মাধ্যমে নারীর প্রতি সহিংসতার চিত্র তুলে ধরেন তারা। এ সংকট সমাধানে ডিজিটাল মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকার তাগিদ দেন। নারীর প্রতি সহিংসতা রোধে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার কথাও বলেন বক্তারা।
সহিংসতার শিকার নারীর আইনি ও সামাজিক সহযোগিতা দিতে মহিলা বিষয়ক অধিদপ্তর সবসময় পাশে আছে বলে জানান আঞ্জুমান আরা।
আলোচনা সভা শেষে দলিত সম্প্রদায়ের নারীদের তোলা আলোকচিত্র প্রদর্শনী করা হয়। এ সময় বাছাই করা তিনজন নারীকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।





































