ফুটপাত ও রাস্তা দখল করে অপ্পো শো-রুম উদ্বোধন, তীব্র যানজট
নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের চাষাড়া বালুর মাঠ এলাকায় নূর মসজিদের পাশে অপ্পো মোবাইল ফোন কোম্পানী রাস্তা ও ফুটপাত দখল করে নতুন শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠান করেছে। এর ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক স্থবির হয়ে পড়ে এবং নগরবাসী তীব্র ভোগান্তির মুখে পড়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে উচ্চ ভলিউমের সাউন্ড সিস্টেম বসানো হয় এবং ডিজিটাল স্টেজ স্থাপন করা হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় কাবিলা নামে পরিচিত অভিনেতা জিয়াউল হক পলাশ স্টেজে পারফরমেন্স শুরু করলে যানজট আরও ভয়াবহ আকার নেয়।
যানজটে আটকে থাকা বেসরকারি চাকরিজীবী নাঈম খান বলেন, এমনিতেই নারায়ণগঞ্জ শহরের প্রধান এই সড়কে ড্রেন নির্মাণ কাজ চলার কারণে সব সময় যানজট লেগে থাকে। সিটি কর্পোরেশন এই সড়ক বন্ধ ঘোষণা করে ‘সার্ভিস লেন’ চালু রেখেছে। এর মধ্যে এরা ফুটপাত, রাস্তা দখল করে এই অনুষ্ঠান করার পারমিশন পেলো কিভাবে ? আর যদি পারমিশন না থাকে তাহলে পুলিশ এই স্টেজ ভেঙ্গে দেয় না কেন?
এ ব্যাপারে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, একটা মোবাইল ফোনের শো-রুম উদ্বোধনের জন্য ফুটপাত, রাস্তা দখল করে স্টেজ করলো, মানুষের এত দুর্ভোগ হলো- ফলে শহরে কোনো প্রশাসন আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন থাকলে এমন ঘটনা ঘটতে পারে না।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, যানজট নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছিল। মোবাইল কোম্পানী অপ্পো’র এরিয়া ম্যানেজার ইয়াসিন মিয়া দাবী করেন, তারা সিটি কর্পোরেশন থেকে অনুমোতি নিয়ে ফুটপাতে, রাস্তায় স্টেজ করেছেন। তবে অনুষ্ঠানের সময় প্রচুর লোক চলে আসায় কিছুটা সমস্যা হয়।
তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ জানান, রাস্তায় বা ফুটপাতে অনুষ্ঠান করার অনুমতি তাদের দেওয়া হয়নি। তিনি বলেন, “যানজট সৃষ্টির অভিযোগে ছবি সংগ্রহ করা হয়েছে। রোববার বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”





































