৯৯তম তারিখেও হয়নি ত্বকী হত্যা মামলার চার্জশিট
নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার ৯৯তম ধার্য তারিখ ছিল বৃহস্পতিবার (২৭ নভেম্বর)। তবে এদিনও মামলার তদন্তকারী কর্মকর্তা দীপক চন্দ্র মজুমদার আদালতে চার্জশিট দাখিল করেননি।
অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলার নির্ধারিত তারিখে চার্জশিট না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বাদী পক্ষ।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু জানান, “আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। এরপর বিচারক তদন্তকারী কর্মকর্তাকে দ্রুত অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন।”
এদিন মামলার জামিনে থাকা আসামি মামুন মিয়া, ইয়ার মোহাম্মদ পারভেজ, রিফাত বিন ওসমান, শাফায়েত হোসেন শিপন ও কাজল হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন।
তবে আসামি তায়েব উদ্দীন আহাম্মদ জ্যাকি এবং ইউসুফ হোসেন লিটন আদালতে হাজির হননি। তাদের আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
কারাগারে থাকা আসামি আজমির ওসমানের ড্রাইভার জমশেদ শেখকে আদালতে হাজির করা হয়।
মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জানুয়ারি।





































