২০ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৫, ২০ নভেম্বর ২০২৫

এতিম শিশুদের নিয়ে তারেক রহমানের জন্মদিন পালন করলেন মান্নান

এতিম শিশুদের নিয়ে তারেক রহমানের জন্মদিন পালন করলেন মান্নান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নানা আয়োজন করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঝাউচর দারুল উলুম মাদ্রাসায় সোনারগাঁয়ের বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীকে নিয়ে কোরআন তেলাওয়াত, দোয়া, খাবার পরিবেশন ও চকলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

সকালে সোনারগাঁয়ের শতাধিক মাদ্রাসা থেকে একত্রিত হওয়া এতিম শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করেন। তেলাওয়াত শেষে আজহারুল ইসলাম মান্নান নিজ হাতে সব শিক্ষার্থীর মাঝে খাবার পরিবেশন করেন। 

দোয়া শেষে মান্নান এতিম শিক্ষার্থীদের নিয়ে স্থানীয় কবরস্থানে যান। সেখানে দেশের প্রয়াত ব্যক্তিবর্গসহ সকল মৃতের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এরপর মান্নান শিক্ষার্থীদের হাতে চকলেট ও উপহার তুলে দেন। এ সময় মান্নান বলেন, “ওদের মুখের হাসিই আমার নেতা তারেক রহমানের জন্মদিনের সবচেয়ে বড় সম্পদ।”

অনুষ্ঠানে তিনি বলেন— “তারেক রহমান আমাদের আশা, আমাদের অনুপ্রেরণা। তাঁর জন্মবার্ষিকীতে আমি তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি সুস্থ থাকলে দেশে গণতন্ত্র টিকে থাকবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে। চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও সুস্থতা কামনা করছি। আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন—আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে সফল করতে পারেন।”

সর্বশেষ

জনপ্রিয়