২৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:২১, ২৭ অক্টোবর ২০২৫

জিউস পুকুর পরিষ্কারের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন

জিউস পুকুর পরিষ্কারের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী জিউস পুকুর পরিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (২৭ অক্টোবর) সকালে সিটি করপোরেশন ভবনের সামনে ‘নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ’ ও ‘বিদ্যানিকেতন হাই স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ’ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অথচ দীর্ঘদিন ধরে জিউস পুকুর অবহেলিত অবস্থায় পড়ে আছে। এটি দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এ.বি. সিদ্দিক বলেন, “অত্যন্ত দুঃখজনক, সিটি করপোরেশন এখনো জিউস পুকুরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। মালিকানা বা মামলার বিষয় পরে দেখা যাবে—এখনই পুকুরটি পরিষ্কার করা জরুরি। নারায়ণগঞ্জে প্রতিদিন শত শত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান কাজ হওয়া উচিত নাগরিকদের স্বাস্থ্য রক্ষা করা।”

নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম বলেন, “অবৈধভাবে ভরাট করে জিউস পুকুরকে ময়লার ভাগাড়ে পরিণত করা হয়েছে। এখনই যদি সিটি করপোরেশন ব্যবস্থা না নেয়, ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়বে। পুকুর ও আশপাশের ড্রেন-নর্দমা দ্রুত পরিষ্কার করা সময়ের দাবি।”

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “কোমলমতি শিক্ষার্থীরা আজ ডেঙ্গুতে মারা যাচ্ছে। যে পুকুর একসময় জীবনধারার প্রতীক ছিল, এখন সেটাই রোগের উৎসে পরিণত হয়েছে। সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করছেন—এটা জনগণের জীবনের সঙ্গে খেলা।”

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, “নারায়ণগঞ্জ এখন ডেঙ্গুর রেড জোনে পরিণত হয়েছে। সিটি করপোরেশনের দায়িত্ব শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। গত ১৬ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসরদের দখলে ছিল এই পুকুর—আজ সেটাই আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।”

এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে জিউস পুকুর-সংলগ্ন এলাকাকে ডেঙ্গু রেড জোন হিসেবে চিহ্নিত করেছে। এ এলাকায় বিদ্যানিকেতন হাই স্কুলের চার শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের ডেঙ্গুতে মৃত্যু ঘটেছে। বর্তমানে আক্রান্তের সংখ্যাও আশঙ্কাজনকভাবে বাড়ছে।

সর্বশেষ

জনপ্রিয়