২৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৫, ২৬ অক্টোবর ২০২৫

অপরাধ কমাতে সাইনবোর্ডে পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা

অপরাধ কমাতে সাইনবোর্ডে পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা

নারায়ণগঞ্জের চাষাড়া থেকে সাইনবোর্ড সংযোগ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ প্রবেশ পথে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা করছে জেলা প্রশাসন।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার সাইনবোর্ড এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন।

এর আগে জালকুড়ি বিজিবি ব্যাটালিয়নের পাশে ট্রাফিক পুলিশের ডাম্পিং ব্যবস্থার জন্য নির্ধারিত স্থান ও ভূঁইগড়ে অবস্থিত জোড় পুকুর পাড় জামে মসজিদ পরিদর্শন করেন তারা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ একটি ব্যবসায়ীক অঞ্চল। এখানকার ব্যবসায়ীরা বিশ্বের সকল ব্যবসায়ীদের সাথে ব্যবসা করছে, নারায়ণগঞ্জেও ঐতিহ্য রয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরকে কেন্দ্র করে দিন-রাত ২৪ ঘণ্টা ব্যবসা বাণিজ্যের কর্যক্রম চলে এবং বিশ্বের বিভিন্ন প্রতিনিধি এই সড়কটি ব্যবহার করে শহরে প্রবেশ করে। সুতরাং এই সড়কটির নিরাপত্তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষটি বিবেচনা করে পুলিশ সুপার আমাদের বলেছিলেন যে, আমরা যদি এখানে একটি ট্রাফিক পুলিশ বক্স দিতে পারি তাহলে চাষাঢ়া থেকে সাইনবোর্ড সংযোগ সড়কের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

জেলা প্রশাসক বলেন, কোন ধরনের দুষ্কৃতকারী যেন সাধারণ মানুষের ওপর কোন অপরাধমূলক কর্মকা- করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জ প্রবেশ পথে একটি চেকপোস্ট থাকবে।

জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, যে সব জেলা আমাদের জাতীয় অর্থনীতিতে বেশি রাজস্ব অবদান রাখে, তার মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। নিতাইগঞ্জ, নদীবন্দর, গার্মেন্ট শিল্পসহ নানা খাতের বিকাশে এখানে মানুষের আনাগোনা অনেক বেশি। ব্যবসায়ী, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পুরো শহরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিতে চাই।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মুখ এই সাইনবোর্ড। সুতরাং এই প্রবেশ মুখটিকে আমরা সুন্দর ও দৃষ্টিনন্দন করতে পারি। সে বিষয়ও আমাদের পরিকল্পনা থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরীন, ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) শেখ মো. আব্দুল করিম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম।

জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার পরিদর্শনের পূর্বে সাইনবোর্ড এলাকায় অস্থায়ী দোকান পাট, অটো ও সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়