২৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫০, ২৭ অক্টোবর ২০২৫

রূপগঞ্জে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রূপগঞ্জে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের বীরহাটাব এলাকায় গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা দপ্তর সম্পাদক ও নারায়ণগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ওয়াসিম উদ্দিনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের রূপগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক রাসেল আহমেদ নয়ন, সদস্য সচিব তরিকুল ইসলাম তমাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আল হাদি, মাছুম মিয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাসান বাবুল, নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সবুজ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে দলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে সংগঠনের আগামী দিনের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়