মাসদাইরে লুবনার উদ্যোগে মশক নিধন কর্মসূচি
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সদস্য লুবনা রহমানের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে মাসদাইর ৮নং ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, জেলা কমিটির সদস্য জোবায়ের হোসেন, তানজিমুল ইসলাম, উপজেলা যুগ্ম সমন্বয়কারী রাকিবুল ইসলাম, জেলা সদস্য সোহেল সিদ্দিক, শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য ফয়সাল আহমেদ ও শাহাবুদ্দিন শাহাব প্রমুখ।
লুবনা রহমান বলেন, “নারায়ণগঞ্জের অন্যান্য ইউনিয়নের তুলনায় মাসদাইরে ডেঙ্গু উপদ্রব তুলনামূলকভাবে অনেক বেশি। জেলার সরকারি হাসপাতালগুলো পর্যবেক্ষণের সময় আমি লক্ষ্য করেছি, মাসদাইরের রোগীর সংখ্যা অন্যান্য ইউনিয়নের তুলনায় প্রায় দ্বিগুণ। তাই আমি মাসদাইরে মশা নিধনের এই উদ্যোগ নিয়েছি।”





































