প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে যুবদলের বর্ণাঢ্য র্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের নেতৃত্বে উৎসবমুখর পরিবেশে এ র্যালিটি বের করা হয়। র্যালিটি সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে শুরু হয়ে শিমরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড থেকে শত শত যুবদল কর্মী মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দে মেতে ওঠেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাজেদুল ইসলাম বলেন, ‘যখনই বাংলাদেশ বিপদের মুখে পড়েছে, তখনই জাতীয়তাবাদী যুবদল অগ্রণী ভূমিকা রেখেছে। আন্দোলন-সংগ্রামে যুবদল সব সময় সামনের সারিতে থেকেছে। স্বৈরাচারী সরকারের পতন আন্দোলনেও যুবদলের ভূমিকা ইতিহাসে স্মরণীয়।’
তিনি আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ, যুবদল ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে।’
র্যালির আয়োজক শহিদুল ইসলাম বলেন, ‘যুবদল সবসময় আন্দোলন ও সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রদলের মতো যুবদলও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আমরা কখনো ভয় পাইনি, সবসময় আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি।’
এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শাহজালাল কালু, যুবদল নেতা মাহবুব হোসেন, আরিফ সাউথ, সাইফুল ইসলাম ভুট্টু, ডা. জাহিদ, ওসমান গনি রাশেদ, ডালিম, জাহিদ, ইব্রাহিম, শামীম, শাহ আলম, আশিক, আলম, রুবেল, মাইয়াদসহ আরও অনেকে।





































