২৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৭, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:৫৩, ২৭ অক্টোবর ২০২৫

ওসমান পরিবারের কেউ এখনও গ্রেপ্তার হয়নি কেন—মাওলানা জব্বারের প্রশ্ন

ওসমান পরিবারের কেউ এখনও গ্রেপ্তার হয়নি কেন—মাওলানা জব্বারের প্রশ্ন

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, “শামীম ওসমান ও তার পরিবারের যারা হত্যা-কাণ্ডের সঙ্গে জড়িত, তারা কেন এখনও গ্রেপ্তার হয়নি?”

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় জামায়াতে ইসলামী মহানগর শাখার আয়োজনে নভেম্বর মাসে ঘোষিত গণভোট ও পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ বক্তব্য দেন।

আবদুল জব্বার বলেন, “আওয়ামী লীগের সেই খুনি দানব ব্যক্তিরা এখনও প্রশাসনের নাকের ডগায় ঘুরছে। নারায়ণগঞ্জের সবচেয়ে বড় গডফাদার হিসেবে পরিচিত শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অথচ তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। প্রশাসন কেন এখনো তাদের গ্রেপ্তার করছে না, তার জবাব আমরা জানতে চাই।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে তারা দিনে-দুপুরে মানুষ খুনের ইতিহাস গড়েছে। সাত খুন ও ত্বকীকে হত্যা করেছে—এগুলো আমাদের জানা আছে। সুতরাং এখন পর্যন্ত খুনিদের গ্রেপ্তার না করার কারণ প্রশাসনকেই ব্যাখ্যা করতে হবে।”

আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, “আসুন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলি—একটি ন্যায়ভিত্তিক ও নতুন বাংলাদেশের জন্য সবাই মিলে কাজ করি।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, জেলার আমীর মোমিনুল হক সরকার, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, এবং নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা. ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়