১৮ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৫২, ১৭ অক্টোবর ২০২৫

পারিবারিক বিরোধে যুবককে গরম পানি ঢেলে দগ্ধ, লিতুন সুকুম গ্রেপ্তার

পারিবারিক বিরোধে যুবককে গরম পানি ঢেলে দগ্ধ, লিতুন সুকুম গ্রেপ্তার

সদরের তোলারাম মোড় এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক যুবক ও তার পরিবারের ওপর গরম পানি ঢেলে দগ্ধ করার ঘটনায় লিতুন সুকুমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে শীতলক্ষ্যা কদমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগী আবিদা সুলতানা ঝুনু (৪২) সদর মডেল থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, তার দেবর ওয়াসিম সুকুম, রিপন সুকুম ও আরও কয়েকজন দীর্ঘদিন ধরে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিরোধে লিপ্ত ছিলেন। গত ৩০ আগস্ট বিকেলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালায়।

মামলায় বলা হয়েছে, অভিযুক্তরা আবিদা, তার স্বামী খোকন সুকুম (৫৩) এবং ছেলে অঙ্গন সুকুমকে (১৭) লাঠি ও ইট দিয়ে মারধর করে। ঘটনার সময় রিপন সুকুম শ্লীলতাহানি করে এবং লিতুন সুকুম গরম পানি ঢেলে অঙ্গনের শরীর ও মায়ের হাতে ১৩ শতাংশ দগ্ধ করে। হামলার সময় অভিযুক্তরা আবিদার স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয়।

আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খোকন সুকুমকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, অঙ্গন সুকুমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, পারিবারিক সম্পত্তি বিরোধ থেকেই হামলার সূত্রপাত। ইতোমধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়