২২ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৩২, ২১ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৫৮, ২১ আগস্ট ২০২৫

বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার করার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বর্ধিত ভাড়া প্রত্যাহার করা না হলে আন্দোলন ও অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জের ছাত্র জনতা ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, আহ্বায়ক ফারদিন শেখ, সাবেক যুগ্ন সদস্যসচিব নাজমুল ইসলাম, সংগঠক মাসুম বিল্লাহ ফারাবি, মহানগর আহ্বায়ক মাহফুজ খান ও মুখপাত্র জহিরুল ইসলাম।

জেলা প্রশাসকের উদ্দেশ্যে প্রশ্ন রেখে নাজুমুল বলেন, ‘কিভাবে ৫০ টাকা থেকে ৫৫ ভাড়া করেন? আপনাদের পকেটে কি কোন টাকা ঢুকেছে কিনা? কোন রাজনৈতিক ব্যক্তিবর্গের পকেটে টাকা ঢুকেছে কিনা? প্রতিটা সিটের কি ভাগ বাটোয়ারা হয় কি? সিটের ভাগ বাটোয়ারা ডিসিও পান নাকি?’

ফারদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলাম, যদি এই ৫ টাকা ভাড়া কমানো না হয় তাহলে সেই ২৪ এ জুলাইয়ের মত চাষাড়া আবার অচল হয়ে যাবে। বন্ধন, উৎসব কোন গাড়ি চাষাড়া দিয়ে চলতে পারবে না।’

অন্য বক্তারা বলেন, ‘বাসগুলো যেখানে সেখানে থামিয়ে যাত্রী তোলার কারণেও শহরে যানজট সৃষ্টি হয়। এছাড়া ২নং গেট এলাকায় নিয়মিত রাস্তায় বাস থামিয়ে যাত্রী তোলা হয়। এসবের দিকে নজর দেয়া উচিৎ, বাস ভাড়া বাড়ানোর বদলে। 

আগামী রোববার পর্যন্ত ভাড়া পুনর্নির্ধাণের সময় বেধে দিয়ে তারা মানববন্ধন সমাপ্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়