২২ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:১১, ২১ আগস্ট ২০২৫

কুরআনের শাসন প্রতিষ্ঠা হলে চাঁদাবাজি থাকবে না: মাওলানা মঈনুদ্দিন

কুরআনের শাসন প্রতিষ্ঠা হলে চাঁদাবাজি থাকবে না: মাওলানা মঈনুদ্দিন

আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বৃহস্পতিবার (২১ আগস্ট) বাদ আসর বন্দর ২১নং ওয়ার্ডের সোনাকান্দা, ঋষিপাড়া, এনায়েতনগর ও কল্যান্দী এলাকায় গণসংযোগ করেছেন।

সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “দেশে কুরআনের শাসন প্রতিষ্ঠা হলে জনগণের মনের ভিতরে আল্লাহর ভয় ও ন্যায়ের মনোভাব থাকবে। তখন আর কোনো চাঁদাবাজি, অন্যায় বা জুলুম নির্যাতন থাকবে না। সৎ শাসন ও আল্লাহর আইন বাস্তবায়ন হলে কেউ না খেয়ে থাকবে না এবং সমাজে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন হবে।”

এসময় বন্দর দক্ষিণ সাংগঠনিক থানা আমীর মাওলানা ফজলুল হাই জাফরী ও থানা সেক্রেটারি কাজী মামুনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণসংযোগে তারা দাঁড়িপাল্লা প্রতীক প্রদর্শন করে স্লোগানে স্লোগানে এলাকার জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়