বাস ভাড়া বৃদ্ধি: ছাত্রদলের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করায় তীব্র নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল। পাশাপাশি নারায়ণগঞ্জবাসীর স্বার্থে দ্রুত অতিরিক্ত ভাড়া কমানোর জন্য বাস মালিকদের আহবান জানান। একইসাথে ছাত্রদের হাফ পাশের বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। নইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির নেতারা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম নিরব এ হুঁশিয়ারি দেন।
এর আগে, বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে এক সভায় বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে জানানো হয়। এ সময় বাস মালিক থেকে শুরু করে স্থানীয় রাজনীতিবিদসহ অনেকে উপস্থিত ছিলেন। তবে ভাড়া বৃদ্ধির খবর প্রকাশ হওয়ার পর থেকে ক্ষোভে ফেটে পড়েছেন নগরবাসী। তারা অতিরিক্ত এই ভাড়াকে সম্পূর্ণ অযৌক্তিক বলছেন।