২২ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:২৬, ২১ আগস্ট ২০২৫

বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি সিপিবির

বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি সিপিবির

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব বাসের ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা বাড়ানোর অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে জেলা সিপিবি’র সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী বলেন, “সরকারি বিধি ও দূরত্ব ইউনিট অনুযায়ী যৌক্তিক বাস ভাড়া ৪৫ টাকা। গত বছরের নভেম্বর মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে বসা সভায় বাস মালিকদের দাবির ভিত্তিতে ঐক্যমতের মাধ্যমে ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। এখন আবার ভাড়া বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক।”

নেতৃবৃন্দ আরও বলেন, “জ্বালানি, যন্ত্রাংশ, টোল ফি বা দূরত্ব বৃদ্ধি পাওয়া যায়নি। বাসের সিট কমানোর খোঁড়া যুক্তি দেখিয়ে ভাড়া বাড়ানো স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য নয়। জেলা প্রশাসক বাস মালিক সমিতির কথা মতো এই সিদ্ধান্ত নারায়ণগঞ্জবাসীর উপর চাপিয়ে দিয়েছেন। তাই আমরা অবিলম্বে ৫ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।”

সর্বশেষ

জনপ্রিয়