‘পিআর পদ্ধতি এখন জনগণের মৌলিক দাবিতে পরিণত হয়েছে’

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে দিতে হবে। পি আর পদ্ধতি এখন দেশের জনগণের মৌলিক দাবিতে পরিণত হয়েছে। কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এ পদ্ধতির বিকল্প নেই। এর মাধ্যমে সর্বদলীয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর ও সুশৃঙ্খল সংসদ গঠন সম্ভব হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর দক্ষিণ শাখার এক জরুরি বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন শহর দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন মুহাম্মদ আরিফ উল্লাহ জাদরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসান, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেনসহ শহর শাখার নেতৃবৃন্দ।
মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, “নারায়ণগঞ্জবাসী চাইলে আমরা আবারও জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে প্রস্তুত আছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে।