ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলে তা নিশ্চিত করা হবে: ডিসি

‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় পেশাদার গাড়ি চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্স প্রদান, ডাটাবেজ তৈরি এবং বিশেষ পোশাক বিতরণ করা হয়।
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদের ডাকবাংলো সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, “সম্প্রতি উৎসবগুলোতে আমরা রাস্তা-ঘাটে সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি দেখেছি। সড়ক দুর্ঘটনা রোধে সড়ক ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে। সেই লক্ষ্যে ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণের মাধ্যমে ডাটাবেজ তৈরি, নিয়োগপত্র প্রদান এবং বিশেষ পোশাক বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “যোগ্যদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে, ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলে তা নিশ্চিত করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আমাদের নাগরিকদের জীবন রক্ষা করতে চাই।”
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমান, মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর ও জেলা বাস মালিক সমিতির নেতারা।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয় সিটি বন্ধন পরিবহনের ২০ জন, উৎসব পরিবহনের ৯ জন, নিউ আনন্দ পরিবহনের ৪ জন, বন্ধু পরিবহনের ১২ জন এবং বাধন পরিবহনের ৮ জন চালক।