২২ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৫, ২১ আগস্ট ২০২৫

বাড়তি বাস ভাড়া অযৌক্তিক, অবিলম্বে প্রত্যাহার করতে হবে: আল আমিন

বাড়তি বাস ভাড়া অযৌক্তিক, অবিলম্বে প্রত্যাহার করতে হবে: আল আমিন

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করার সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে দ্রুত তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী আবদুল্লাহ আল আমিন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “গত বছরের নভেম্বরে ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন করে জ্বালানি বা অন্য কোনো খাতে মূল্য বৃদ্ধি না হলেও অযৌক্তিক কারণ দেখিয়ে ভাড়া ৫ টাকা বাড়ানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্তমানে নন-এসি বিআরটিসি বাস ৪০ টাকা ভাড়ায় যাত্রী পরিবহন করছে। নন-এসি বেসরকারি বাসগুলো ৫০ টাকা ভাড়া নিয়ে নয় মাস চললেও কেবল জনগণের পকেট কাটার জন্যই ভাড়া বৃদ্ধির দাবি তোলা হয়েছে। এই দাবি বাস্তবায়ন জনগণের প্রতি অবিচার ছাড়া কিছু নয়। সিট ও আইনের দোহাই দিয়ে ভাড়া বাড়ানো যাত্রীদের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিচ্ছে বাস মালিকরা। অবিলম্বে এই ভাড়া প্রত্যাহার করে ৫০ টাকা নির্ধারণের আহ্বান জানাই।”

সর্বশেষ

জনপ্রিয়