২১ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৩৬, ২০ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

নারায়ণগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োজিত শিক্ষকদের জন্য এন্ট্রি পদ নবম গ্রেডের ভিত্তিতে চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেন নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইব্রাহিম খলিল, আবু সাঈদ আরমান, আজমিয়ারা পারভীন, নূরজাহান আক্তার, মাজেদা আক্তার, সহকারী শিক্ষক হুমায়ুন কবির, মো. সোহেল, সুবল দেবনাথ, শামিম হোসেন, আল মামুন, সঞ্জয় ঘোষাল, খালেদা খন্দকার, ফাহমিদা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও আজও দাবিগুলো পূরণ হয়নি। তাই অবিলম্বে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন, সহকারি শিক্ষক পদটি এন্ট্রি পদ হিসেবে ৯ম গ্রেড বাস্তবায়ন, চারস্তরীয় একাডেমিক পদসোপান প্রবর্তন, শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি, বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, প্রতিটি জেলায় উপপরিচালক (মাধ্যমিক) পদ সৃষ্টি এবং সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সমান সংখ্যক শিক্ষকের পদ সৃষ্টির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়