২২ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২৯, ২১ আগস্ট ২০২৫

জামায়াতের আন্দোলন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার: মাওলানা জব্বার

জামায়াতের আন্দোলন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার: মাওলানা জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার।

সভায় বিগত মাসের সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এসময় বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “দেশের মানুষের কল্যাণে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে বদ্ধপরিকর। জামায়াতের আন্দোলন হচ্ছে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন।”

সাধারণ সভা সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদ সদস্যসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল হিসেবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জনগণের অধিকার রক্ষা এবং দেশ ও জনগণের কল্যাণে সবসময় পাশে থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়