বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান তরিকুল সুজনের

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সম্প্রতি বন্ধন ও উৎসব বাসের ৫ টাকা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও যাত্রী সাধারণের স্বার্থবিরোধী বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, “পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে গত এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করছি। জুলাই গণঅভ্যুত্থানের পর ওসমান পরিবার নারায়ণগঞ্জ ছেড়ে যাওয়ার ফলে পরিবহন খাত মাফিয়া ও সিন্ডিকেট মুক্ত হয়। সেই অবস্থায় জেলা প্রশাসকের প্রস্তাব অনুযায়ী ৫০ টাকায় ভাড়া নির্ধারণ করা হয়েছিল। নতুন করে ভাড়া বৃদ্ধি কোনভাবেই যৌক্তিক নয়। এটি যাত্রীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করবে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা কমাবে।”
তরিকুল সুজন জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাস মালিকদের দাবির প্রেক্ষিতে কোন ধরনের সময় না নিয়ে, যথাযথ পর্যালোচনা ছাড়া এই বর্ধিত ভাড়া কার্যকর করা উচিত নয়। নগরবাসী ও যাত্রী সাধারণের অসন্তোষ বিবেচনায় নিয়ে অবিলম্বে ৫ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করুন।”